Ads

মায়ের কাছে চিঠি

সৈয়দ আমির আলী

মাসটা এলেই ক্যালেন্ডারে
খুঁজে ফিরি তিরিশ
মা বলেছেন, ’খোকা ওরে
জলদি করে ফিরিস।’

পড়তে এসে এই শহরে
ভাল্লাগেনা পড়া
স্নেহের ছোঁয়া নেই যে মাগো
শাসন বড়োই কড়া।

শহরটা মা অনাত্মীয়
সবাই কেমন পর
কেউ বলে না ‘চলরে তপু,
আজ আমাদের ঘর।’

তাইতো মাগো তোমার ছেলে
জমিয়ে রাখে দুখ
তোমার আঁচল ছাড়া সে মা
কোথায় পাবে সুখ?

ফিরবো মাগো ফিরবো আমি
ফিরবো তাড়াতাড়ি
আমার জন্যে তালের পিঠা
বানিয়ে রেখো বাড়ি।

মাগো তুমি কেমন আছো?
ভালো থেকো ভালো,
তুমি ছাড়া আমার ভুবন
আঁধার রাতের কালো।

কবিঃ সাহিত্যিক ও কলামিস্ট 

আরও পড়ুন