Ads

জননী

 নূপুর চক্রবর্তী

তাই হোক জননী!
সাজুক আবার নবপত্রের বেলা।
অমৃত পরশে, পূত: আলোকে
সুশোভিত হোক মেলা।

শ্বাস হ’য়েছে অবরুদ্ধ
একি নিশ্বাস জ্বালা!
অনেক হোলো তো শোষণ শাসন
এবার বদল হওয়ার পালা।

পৃথিবীর বুকে ধরেছে এখন চীর
সাগরের জলে উঠেছে
ঘূর্ণিঝড়
জানি সময়ের গতি অতি গম্ভীর
তবুও রয়েছে কোমল, পুরাতন সে শিশির।

শিউলি এসেছে, পলাশ সেজেছে ,
পরাগের ছোঁয়া আছে,
কম্পন-ধরা এই বসুধার মাঝে
তোমার আশায় রাত জেগে আছে

তারার চোখের জল।
পবিত্র হোক কলুষের হলাহল!
বাঁচুক ধরণী, জাগুক কাশের বন!
শরতের নদীজল, অতি মৃদু কোলাহল..

বরহস্তের ছোঁয়া তুমি নিয়ে এসো !
আনো সুখধারা ,
পরম শান্তি,
বিশ্বের মঙ্গল!

নূপুর চক্রবর্তী -কবি।

আরও পড়ুন