কখনও অলস দুঃখের ভিড়ে,
জীবন বড় বেশি পোড়ায় আর কাঁদায়।
তবুও আশায় বাঁচতে হয় নিকষ আঁধার নিয়ে,
যদিবা কখনও ভোর হয়।
নব নব বর্ষ আসুক, নব সুখের ভেলা ভাসুক
পুরনো দুঃখ গুলো উড়ে যাক,
নূতন সাহসী স্বপ্ন জাগুক।
কোথায় যেন থেমে থাকা জীবন,
নব পথের দ্বার করুক উন্মোচন।