Ads

অাছি ভালবাসার প্রলেপে

 

ভেসে যাবে নীল পদ্ম মেঘে,
ঘূর্ণিমান কোন অবিচল প্রান্তরে,
স্মৃতির কোলাজে আঁটকে যাবে মুহূর্ত,
বিমূর্ত রূপের অবগাহনে মেতে উঠবো আবার
সহস্র অভিযোগে বিনী সুতোয় বেঁধেছি যাকে,
তাকে এতো জলদি হারাতে চাই না,
তাই শক্ত হাতে বাহুডোরে নিয়ে
তাতে ভালোবাসার প্রলেপ এঁটেছি।
আমৃত্যু গচ্ছিত রেখেছি আঁচলে,
হাওয়ার স্পর্শে আগুনের মিছিলে।
সামিয়ানার রোশনাইয়ে পৃথিবী হবে আবার আলোকময়,
তাই এখনো দূরে থেকে কাছে আছি,
কখনো অনুভবে কখনো কাতরতায়
আছি তো অবশেষে!
ভুলে ভালে যতই যাক জীবন,
এটলিস্ট পাশাপাশি দুজনে পূর্ণতা নিয়েতো আছি,
এফোঁড় ওফোঁড়ে পাড়ি জমালেও
ভালোবাসা তো মিথ্যে নয়,
অদৃশ্য জালে জড়িয়ে তুমি যতই করো আচ্ছন্ন,
অমোঘ মেঘের টানেই ফিরবো আবার।
যত দূরত্বই থাক আসবো,
তোমারই ঠোঁটের এক চিলতে সুখ হয়ে।
কিংবা চোখ বন্ধ করা দীর্ঘশ্বাসে!

 

সাবিলা রওশন – কবিও সাহিত্যিক 

আরও পড়ুন