হাবিবা মুবাশ্বেরা
আমার বরং প্রকৃতিই ভালো লাগে
কারণ
প্রকৃতি নিজে কোলাহল মুখর হলেও, সে কখনও জানতে চায় না
কেন আমি এতটা নিশ্চুপ হয়ে গেছি ।।
আমার বরং মাটি ভালো লাগে
কারণ
মাটি নিজে সর্বংসহা হলেও ,সে কখনও জানতে চায় না
কেন আমি এতটা সহনশীল হয়ে গেছি।।
আমার বরং আকাশ ভালো লাগে
কারণ
আকাশ নিজে অসীম হলেও, সে কখনও জানতে চায় না
কেন আমি এতটা ঘরকুনো হয়ে গেছি।।
আমার বরং রোদ-বৃষ্টি ভালো লাগে
কারণ
ওরা নিজেরা আকাশের আনন্দ-বেদনার প্রকাশ হলেও, ওরা কখনও জানতে চায় না
কেন আমি এতটা অনূভূতিহীন, নির্লিপ্ত হয়ে গেছি।।
আমার বরং পাখি ভালো লাগে
কারণ
পাখি নিজে নীড় বাঁধলেও, সে কখনও জানতে চায় না
কেন আমি সংংসারের প্রতি এতটা উদাসীন হয়ে গেছি।।
আমার বরং এই আমাকেই ভালো লাগে
কারণ
আমি বুঝে গেছি , আমার সাথে কেবল আমাকেই যেতে হবে
বাকি সবতো নিতান্তই মায়া, মিথ্যে মায়া।।
হাবিবা মুবাশ্বেরা কবি ও সাহিত্যিক।