Ads

আমাদের নওগাঁ

শাহানারা শারমিন

আমাদের নওগাঁ সবুজেতে ভরা
আমাদের নওগাঁ  সবার সেরা।
এগারোটি থানা মিলে হয়েছে এই জেলা
ছোট বলে একে কেউ করিওনা হেলা।

নওগাঁর পথ ঘাট এঁকেবেঁকে চলে
দুপাশে ফসলের ক্ষেত চোখে দেখা মিলে।
নওগাঁর কোল গেছে বয়ে গেছে নদী
যমুনা তুলশী শোভা বাড়িয়েছে  যদি।

নওগাঁর মানুষ গুলো সহজ সরল
মিলে মিশে আছে তারা রবে অবিচল।
নওগাঁর কাঁচামাল সারাদেশে যায়
সস্তায় জনগণ ভেট ভরে খায়।

নওগাঁর বিখ্যাত প্যারা সন্দেশ
কোথাও খুঁজে তুমি পাবেনা এর লেশ।
নওগাঁর নকশি মাদুর দেখার মত
সবার কাছে এ মাদুরের কদর কত।

নওগাঁর তাঁতীদের গামছা আর চাদর
সবার গায়ে গায়ে মেখে দেয় আদর।
নওগাঁরর মাঝে আছে শত শত ঝিল
সবচেয়ে সেরা হল দিঘলীর বিল।

বিনোদনের জন্য যদি কিছু স্থান চাও
বিজয়,শাহানা,আর ডানাতে যাও।
নানা পেশার নানা লোক নওগাঁতে আছে
আমার নওগাঁ  সেরা আমার কাছে।

আরও পড়ুন