Ads

আমাদের যৌনতা

রুদ্রশংকর

যখন যৌবন এসেছিল, এক যৌন আকাঙ্ক্ষা সনাক্ত করেছিল আমাদের।
আমরা তখন শহরতলীর ছেলেমেয়ে,
চিকন নিঃশ্বাস থেকে টগবগ করে ফুটে বেরচ্ছে প্রেম।
আমাদের প্রেম বলতে
সব জায়গায় চোর-পুলিশ চোখ;
সব জায়গায় একশ বছরের পুরনো লুকোচুরি।
এত উজ্জ্বল গোপনতা, এত ঝলমলে মিথ্যাচার কখনো দেখিনি !

আমাদের যৌবনে যৌনশিক্ষা দেয়নি কেউ,
জননাঙ্গের বর্ণনা দিতে রঙিন লজ্জায় ডুবে যেতেন শিক্ষকরা।
মগজের ক্ষিপ্রতায় মন খারাপ হত আমার
কাটা ঘুড়ির মত ঘুরে বেড়াত প্রেম, ঘুরে বেড়াত যৌন-ইচ্ছেরা;
নীল নগ্নতা এত কাছে আর কখনো আসেনি মনে হয়।
কোথাও কোন অন্তরাল ছিলনা আমাদের ;
ঘরে নিষেধ ছিল, পার্কে পুলিশের তাড়া ছিল,
আর ছিল হোটেলে ঢোকার আশ্চর্য সামাজিক বাধা।
আমাদের যৌনতার সম্মান ছিলনা কোথাও
যেন জন্মের রহস্য জানলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়।

এখন কেমন আছি? কত গভীর অ-সুখে আছি? বুঝতে পারিনা !
কাঁধে কাঁধ মিলিয়ে প্রেম আসে,
কাঁধে কাঁধ মিলিয়ে ফিরে যায় প্রেম।
যখন যৌবন এসেছিল, এক যৌন আকাঙ্ক্ষা সনাক্ত করেছিল আমাদের।

কবিঃ কবি,সাহিত্যিক, সহকারী অধ্যাপক, এমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন, ইউ এস এ এবং প্রবাসী বাঙালি, ভারত  

 

আরও পড়ুন