Ads

আমার বাংলায় ঠাঁই নেই

জাকারিয়া আব্দুল্লাহ্

রোহিঙ্গা সংকটের সনে
বাঁধতে আসছে নতুন জোট,
দাদাদের নয়া নাগরিকত্ব আইন
কপাল যেন হলো লুট।

জোর করে তাড়িয়ে দিতে
সহিংসতায় ধরনা,
ওরা বলে “বাংলারে তোর আসল দেশ
মোদের ভারত আর না।”

এ আইনে দেখছি যখন
দুচোখেতে অন্ধকার,
মুজিববর্ষে দাওয়াত দিয়ে
দিলাম যেন পুরস্কার।

চলছে দাবানলের খেলা
হত্যা যেন ডালভাত,
এমন করেও মারবি মানুষ?
নাইবা হলাম তোর বিজাত।

সংখ্যালঘু মুসলিমদের
মাসজিদ ভেঙ্গে ছয়লাপ,
চা-ওয়ালা এই জীবনে
করবি রে তুই কত পাপ?

মোদের বাংলায় হিন্দু-মুসলিম
জাত-বিজাতির বালাই নাই,
সাম্প্রদায়িক মুদিরে তোর
আমার বাংলায় ঠাঁই নেই।

জাকারিয়া আব্দুল্লাহ্ কবি।

আরও পড়ুন