আব্দুল্লাহ আল মামুরঃ
অনেক লোকের ঘরের মাঝে
নেই খাবার
ইচ্ছে হলেও নেইকো উপায়
বের হবার
পেটে ক্ষিধা, চাল নেই ঘরে
বস্তাতে
পুলিশ আছে ডান্ডা হাতে
রাস্তাতে
ছেলে-মেয়ের ক্ষুধা ঝরে
চোখ থেকে
বাবা মায়ের বুক ফেটে যায়
তাই দেখে
বন্ধ ঘরে অন্ধকারে
না খেয়ে
মৃত্যু কালো আসছে ধরতে
তাই ধেয়ে
চোর নেতাদের ভণ্ডামি আজ
ময়দানে
রাজার দেয়া খাবার লুটে
শয়তানে
এই বিপদেও মারছে যারা
তাদের হক
তারা অমানুষের দল অার
অাসল ঠক
বঙ্গদেশে দলের রঙ্গে
পেলেও পার
অাখিরাতে মিলবে লাথি
কিল, আছাড়
অভাব যাদের খাবার তাদের
যাক ঘরে
করোনা ঠিক ঠক ও জালিম
খাক ধরে।
লেখকঃ কবি, সাহিত্যিক ও ছড়াকার।