জাকারিয়া আব্দুল্লাহ্
এই যে ভাই করোনা
এবার তো ছাড়োনা
আর কত নিবে জান
ডরে কাঁপে মনপ্রাণ
কথা মোর শোননা
মোর দেশে এসোনা।
–
দিব তোমায় দুধভাত
করোনাতো উৎপাত
খাও পেট পুরিয়া
রাগ ক্ষোভ ভুলিয়া
তবু তেজ কমাওনা
মহামারী করোনা।
–
রাস কেটে ভাইরাসের
ভাই হও এই দেশের
তেজগুলো গুটিয়ে
হিসেব যাও চুকিয়ে
আর কোন ক্ষতিনা
পায়ে পড়ি করোনা।
জাকারিয়া আব্দুল্লাহ্ কবি ও ছড়াকার।