Ads

চলতি পথে

-আবু জিয়াদ

আমারও ঠিক এমনি করে
দিবস গিয়ে রাত্রী হলে
দিনের আলো নিবে গেলে
ঐশী আলো উঠে জ্বলে।
ক্যালকুলেটর খেরোখাতা
মোমের আলোয় নিয়ে বসি
সারাদিনের কর্ম কেমন
যোগ বিয়োগের হিসাব কষি।
হিসাব শেষে প্রায়ই দেখি
জমার চেয়ে খরচা বেশি
ভয়ে তখন কাঁপতে থাকে
হৃদ ভূমি আর মাংস পেশি।
অশ্রু ফেলে বলি তখন
হে দয়াময় ক্ষমা করো
পাপে ভরা দুহাত আমার
অসীম দয়ায় আঁকড়ে ধরো।
ক্ষমা করো ক্ষমা করো
তওবা আমার কবুল করে
আগামীতে পাপ-আঁধারে
পথটি আলোয় দিও ভরে।

আবু জিয়াদ কবি।

আরও পড়ুন