Ads

জুম’আর নামাজ…

এম.টি.আই তাওহীদ

গোসল করে খশবু গায়ে
নামাজ পড়তে যাই,
আগে গিয়ে সামনের কাতারে
যেন জায়গা পাই..।
আগে গেলে পাব উট
তারপর গেলে গরু,
এরইপরে আছে ছাগল
এভাবেই ছাওয়াব শুরু..।
খোৎবা শোনা ওয়াজিব ভাই
বাড়ে অনেক জ্ঞান,
জীবনটাকে পরিচালনা করার
পথ-নির্দেশ দেন..।
সবাই মিলে পড়ব নামাজ
কেটে যাবে সব শোক,
তাইতো আজ সবাইকে জানাই
জুম’আ মোবারক..।

আরও পড়ুন