Ads

তেল বাজ

মোরশেদ আলম

তেল বাজেতে ভরছে এদেশ
তেলের ছড়া ছড়ি
কোন জাগাতে কি তেল দেবে
জ্ঞান নেয়নি তা পড়ি।

যেমন নেতা তেমনি তার
কর্মীর সমাচার
ভালোকে নয় মন্দতে তার
হচ্ছে ভাবাচার।

তেল দিলেই মিলছে যে আজ
হরেক রকম পদ
তেল না দিলে থাকবে না সে
হতে হবে যে রদ।

তাইতো তারা দিচ্ছে এখন
তেল মাথাতে তেল
কয়দিন পর থাকবে না
একটু খানি বেল।

আরও পড়ুন