Ads

ত্যাগের মহিমা

তোমরা কি শুনেছ কভু
নবী ইব্রাহীমের নাম?
বিশ্ব ইতিহাস সাক্ষী দিচ্ছে
তাহার ত্যাগের প্রমাণ।

তোমরা কি শুনেছ কভু
বিবি খাদিজার কথা?
নিজের সম্পদ ব্যয় করতে
পায়নি একটু ব্যথা।

তোমরা কি শুনেছ কভু
হাতেম তাইয়ের নাম?
সারা জীবন দান খয়রাতে
কুড়িয়েছে অনেক নাম।

তোমরা কি দেখেছ কভু
মা ফাতেমার কষ্ট?
শত অভাবের মাঝে থেকেও
হয়নি একটু পথভ্রষ্ট।

তোমারা কি শুনেছ কভু
মুহাম্মদ (সাঃ) এর বাণী?
নিজের খাবার অন্যকে দিয়ে
খেয়েছেন শুধুই পানি।

ভোগের মাঝে কোন সুখ নেই
ত্যাগেই চরম সুখ।
ত্যাগের মহিমায় ঘুঁচবে সবার
আখিরাতের সকল দুঃখ।

 

শাহানারা শারমিন – কবি ও সাহিত্যিক

আরও পড়ুন