-নুরে আলম মুকতা
খোঁপার বাঁধন
আলগা করে যে বসে আছি
তোমার পথ চেয়ে ।
ঝিঙে ফুলের বাহারী রুপের
পশরা দিয়ে বাঁধবো তোমায় ।
দুজন প্রিয় একটি ঘরে
বাসর রাতের
গজল হবে ,
বিষের বাঁশীর মূর্ছনায়
উর্ধ মাদল
সুর ছড়ায় ।
মরু প্রান্তরে কাঁদে বালিকা,
পল্লী বালা হাতে মালিকা।
দারিদ্রতাকে জয় করে
তোমার পথ চেয়ে
এ আমি,
মসজিদের পাশে প্রহর গুণছি ।
বাগিচায় বুলবুলি
গান গায় ,
চাঁপার সৌরভে
উদাসী দক্ষিন হাওয়া ;
রন প্রান্তরে আর কতোকাল ?
জরীর খোঁপা
ভিজে যাবে।
নিকুঞ্জ পথে দৃষ্টি মেলে প্রতীক্ষায় আছি ,
ক্ষণিকের অতিথি
তোমার ।
বাবরি চুলের দোলনায়
সুরেলা দোলায় কাঁপে সাঁকী
আঁচল ভরা ফুল নিয়ে
অশ্রু আমার শুকিয়ে যায়।
মাদল হাওয়ায় দুলে
ওঠা
পদ্মার ঢেউ
গুমরে কাঁদে
তোমার তরে
পিয়া মোর ।
২৭.০৮.২০২০
নুরে আলম মুকতা- কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক,মহীয়সী।