Ads

নারী

শাহানারা শারমিন

হে নারী!
তুমি জেগে উঠে আসো পৃথিবীর
যে আছো যেই  প্রান্তে,
হাতে হাত রেখে এগিয়ে চলো
পৃথিবীর শেষ সীমান্তে।

হে নারী!
যুগে যুগে যারা শিকল পড়ালো
তোমাদের দুটি রাঙা পায়ে,
সে শিকল তুমি ছিঁড়ে ফেলো
তোমার কর্মশক্তি দিয়ে।

হে নারী!
তুমি দুর্বল হয়ে বাঁচতে চেওনা,
যদি বাঁচার মত বাঁচতেই হয়;
পর্বতের মত মাথা উঁচু করে বাঁচো
পৃথিবীর সকল কষ্টকে কর জয়।

হে নারী!
তোমার অধিকার তুমি ছিনিয়ে নাও
ঘরে- বাইরে, অফিসে-আদালতে,
শিক্ষায়-সংস্কৃতিতে,পেশা-মজুরিতে
অথবা মতামত প্রকাশে।

হে নারী!
তোমাকে ছাড়া সমাজ মূল্যহীন,
আর কতকাল থাকবে নিরবে?
নারী- পুরুষের যৌথ প্রচেষ্টায়
দেশ পৌঁছাবে উন্নতির শিখরে।

লেখকঃ কবি। 

আরও পড়ুন