Ads

নিজেকে নিজেই গড়ছি

ইশরাত জাহান রোজী

নিজেকে ভেঙে-চুরে আবার গড়ছি,
মোলায়েম অবয়বটা কখনো কখনো
নতুন আদল দেওয়ার চেষ্টায়
নিজ হাতে নিয়তই ভাঙছি…

প্রতিনিয়ত উন্মুক্ত আঙ্গিনায়
অবহেলার বৃষ্টিতে ভিজেছি।
সিক্ত এই আমাকেই এখন
তীব্র তাপে পোড়াচ্ছি।

ভালোবাসার রোদ্দুরে পুড়িয়ে
ভেঙে যাওয়া এই আমাকেই নতুন করে গড়ছি,
নরম-কাদায় মাখামাখি মনটাকে
ধুয়ে-মুছে নতুন করে গড়ছি।

নিজেকে ভেঙে-চুরে আবার
নিজেকেই আমি গড়ছি…

২২/০১/২০২০ইং
সকাল -১০.১৫মিনিট
ঢাকা ক্যান্টনমেন্ট।

আরও পড়ুন