অভিলাষ মাহমুদ
ইদানীং মাথার উপর বিশাল আকাশ দেখে
আচমকা আঁতকে উঠি।
গতকাল সাঁঝবেলা থেকেই আকাশের
অলিন্দে জমে আছে বিষাদের নীলাভ মেঘ।
ক্ষণে ক্ষণে মনে হচ্ছে এই বুঝি ভেঙ্গে পড়বে,
ঘুমাবার সময় হাত-পা উর্ধে তুলে দিই হট্টটি পাখির মতো।
মাঝ নিশিতে নিদ্রা ভেঙ্গে উঠি চিৎকার দিয়ে।
হট্টটি পাখির গল্প শুনিয়েছেন আমার
মহানায়ক আমার জীবন সংগ্রামের প্রেরণা আমার প্রিয় বাবা।
বাবা ছিলেন মাথার উপর শক্তপোক্ত ছাদ।
বাবাকে একদিন বলেছিলাম- পৃথিবীটা যদি ভেঙ্গে পড়ে আমাদের মাথার উপর তখন কী হবে বাবা?
বাবা অভয় দিয়ে বলেছিলেন- দেহের
সর্বশক্তি দিয়ে আটকে রাখবো।
বাবার প্রতি দ্বিধাহীন অগাধ বিশ্বাস আর শ্রদ্ধা আমার।
বাবার আরাধনা করি হৃদয়ের উপাসনালয়ে।
লেখকঃ কবি