Ads

পয়সা দানব

মীর ইসরাত জাহান

ব্যবসাবাজি, পুঁজিবাদী খেলা
মমতাবাদ – হারায় সুখের বেলা
অস্থিরতায় কাটছে সময় একি!
চক্ষে কেবল সর্ষে ফুল আজ দেখি।

ভাইরাস তার করোনা নাম পেয়ে
আসছে তেড়ে, ছুটছে মানুষ ধেয়ে।
কোথায় যাবো! কোথায় শান্তি বলো!
সবাই মিলে চলো সেখান চলো।

হারাম খাবার, হারাম উপার্জনে
হিংসা, লোভে, পরশ্রীকাতর টোনে
কোথায় খনি, টাকার পাহাড় চেনা?
হিসেব দেবে? বাড়ছে ক্যানো দেনা?

মানুষ কী আর? পয়সাদানব ওরা !                ‌‌                                                                                দামের লাগাম যায় না তো আর ধরা
ফিরতে হবে রব্ব এর কথা ভাবো?
হয়না কি ভয় ! লজ্জা শুধুই পাবো!

পয়সা দানব লাগাম তোমার টানো,
জীবন অর্থ কোনটা তুমি মানো?
সেই অর্থে সুখটা কোথায় হাওয়া!
স্বস্তিটা আর হয়না দ্যাখো পাওয়া।

মীর ইসরাত জাহান কবি।

আরও পড়ুন