Ads

প্রার্থনা

ইব্রাহীম খলিল

আমায় তুমি দাও গো প্রভু
দেহের মাঝে শক্তি,
মনের মাঝে প্রেম পিরিতি
মানব সেবার ভক্তি।

বোঝার মত মগজ দাও গো
সাহস ভরা বুক
অশান্তিতে থাকতে চাই না
চাই না কভু দুখ।

অত্যাচার আর অনাচারে
দাঁড়াই যেন রুখে
দুখী লোকের দুখ ঘুচিয়ে
হাসতে পারি সুখে।

প্রার্থনা মোর সকল সময়
শুধুই তোমার তরে
অন্যায় যেন না করি আর
মানুষ জনের ডরে।

স্রষ্টা তুমি শ্রেষ্ঠ সদা
তোমার কাছে নত
সকল সময় থাকবো ভাল
এই যেন হয় ব্রত।

আরও পড়ুন