.
দুই নয়নে তোমার দিকে
ছিলাম আমি তাকিয়ে
কবির চোখে নয়কো শুধু
বিশ্বসেরা আঁকিয়ে
তোমার চোখে সাগর ছিলো
তিয়াস ছিলো বুকে
হৃদবাগানে ফুলের কলি
বাক ছিলো না মুখে
তোমায় নিয়ে ভাবতে আমার
রাত্রি হলো শেষ
সূর্যি মামা তুললো টেনে
ভোরের পরিবেশ
সকাল বেলায় ফুলপরীটা
ছুঁইয়ে দিলো আদর
হৃদ-নদীটার কুলে কুলে
কাশফুটানো ভাদর
কাশফুলেরই নরম ছোঁয়ায়
জাগলো তিয়াস মনে
বুকের ভেতর শিউলি সুবাস
সবুজ পাতার বনে
ফুল ফুটাতে আসবে কি গো
স্বপ্নফুলের পরী
তোমার তীরে রাখছি ভীড়ে
আমার হৃদয় তরী
তরীর গলুই ঘাটের সাথে
আলতো করে ভিড়ালাম
লজ্জাবতী লজ্জা পারে
চোখদুটো তাই ফিরালাম।
চুপিসারে নিরিবিলি এসো
ফুলফুটাতে একটু ভালোবেসো।
ড. মাহফুজুর রহমান আখন্দ- কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ