Ads

বুঝতে হবে মর্ম

রহমান মুজিবঃ

কৃষক শ্রমিক কামার কুমার
গাঁইতি শাবল কাস্তে;
শান দেরে ভাই শান দে কষে
বাঁচার মতো বাঁচতে।

যা ছড়ায়ে মাঠে-ঘাটে
ঘুরুক কলের চাক্কা
মানুষ তোরা পাক্কা
এই সমাজের চলতে লাগে
তোদের শ্রমের ধাক্কা।

তোদের শ্রমের মূল্য মারার
করছে যাঁরা ধান্ধা
পুঁজিবাদের দাস বানাতে
চাচ্ছে যেসব বান্দা
গান্ধা তারা আন্ধা।

শ্রমিক চাষি মাটির মানুষ
খাঁটি গায়ের ঘর্ম
শ্রম দিয়ে তার মূল্য নেবে
এটাই শ্রমিক ধর্ম।

সবাই মানুষ- না মেনে যে
চায় জ্বালাতে চর্ম
হোক যতই টাকার কুমির
এ তার অসূর কর্ম
বুঝতে হবে মর্ম।

থামুক শোষণ; শ্রমিক মালিক
সখ্যতা হোক শেষটায়
সোনার স্বদেশ গড়তে হবে
সম্মিলিত চেষ্টায়।

লেখকঃ ছড়াকার।

আরও পড়ুন