আরণ্যকে শবনম
মুয়াজ্জিন, ব্যথা ভোলো আজ…
সন্ধ্যার আবীর রাঙা আকাশ বেদনায় বুক ভারী করে আছে,
মুয়াজ্জিনের কন্ঠে ছলছল আবেগ,প্রিয়হারা পথিকের মর্শিয়া,
কোন নিশ্চুপ সন্ধ্যায় মাটির কোলে আবৃত করা নশ্বরতা,
নাকি প্রভুর প্রেমে তাঁর মন,অভিসারে গিয়েছে সাত আসমান।
হয়ত বা,চোখজুড়ে জেরুজালেম আর আল-আকসা আঁকে বারবার…
মুয়াজ্জিন, তোমার ব্যথা ভোলো..
কোন কষ্ট তোমায় আবিষ্ট করেছে আজ?
নাকি,ঈর্ষা হচ্ছে উম্মু মা’বাদ নাম্মী বেদুইন নারীর,
যে অন্তর প্রশান্ত করেছিল রাসূলকে দেখে,
তোমার পিয়াস কি করে মেটাই,
আহবানে ডাকো আমাদের সকাল-সাজ,
হৃদয়ের গহীনে এঁকে দাও অভিলাশ,
মুয়াজ্জিন, ব্যথা ভোলো আজ…
রচনাকাল:১৯-১২-২০১৭
আরণ্যকে শবনম কবি ও সাহিত্যিক।