সুবোধ সরকার
যাঁরা চাইছেন এক দেশ এক ভাষা
তাঁরা কী জানেন কাকে বলে দেশ?
কাকে বলে ভালবাসা?
আমার ভাইকে তোমরা মেরেছ কাশ্মীরে
মেরেছ বোনকে কন্যাকুমারিকায়
গঙ্গার জলে সবটুকু ধোয়া যায়?
তোমরা চাইছ এক ভাষা এক দেশ
বিষে বিষ বাড়ে শঙ্কায়
আমি ছাড়ব না আমার মাতৃভাষা।
নিজের ভাষায় গাইবে না আর গান?
বুঝবে সেদিন
যখন তোমার থালায় পড়বে টান।
দেখেই চলেছি জোচ্চুরি করা পাশা
আমি বলব না আমার মাতৃভাষা?

লেখকঃ ভারতীয় বাঙ্গালী কবি ও সাহিত্যিক