এইচ এম গিয়াসউদ্দিনঃ
কুয়াশাছন্ন আলোক ক্ষীণে,
নিশাজলে করব স্নান।
কলরব থেকে নির্জনে,
শুধুই আমরা দুজন।
মেঠো পথের বাঁকে,
আধৃতে তোমার হাত।
শীতের মৃদুসূর্যালোকে,
দোহায় হবে নেত্রপাত।
পদ্ম দীঘির জলে,
পড়বে তোমার স্বরূপ।
বসে শিউলির তলে,
দর্শিব তোমার রূপ।
এ কেমন ভাগ্য হায়-
আলোকে না পাই তোমায়।
আঁখি যুগল মুদি যখনই,
কল্পলোকে তোমাকে পাই।
লেখকঃ কবি।