Ads

মা

শাহানারা শারমিনঃ

মাগো তুমি আমার কাছে
বট-বৃক্ষের ছায়া,
তোমায় ছাড়া ভাল্লাগেনা
খুঁজি তোমার মায়া।

তোমার মত পাইনা আপন
এইনা ভূবন জুড়ে,
দূরে গেলে তোমার জন্য
পরাণখানা পোড়ে।

তোমার মুখের মিষ্টি হাসি
যেন স্বর্গ সুধা,
তুমি পাশে থাকলে আমার
পায়না তৃষ্ণা ক্ষুধা।

রাত্রিবেলা ঘুমের সময়
যখন মুদি আঁখি,
কপালেতে চুম দিয়ে যায়
মা-মমতাময় পাখি।

তোমার আঁচল সারাবেলা
রাখতে চাই বেঁধে,
চোখের আড়াল হলেই তুমি
হৃদয় ওঠে কেঁদে।

এমনি করেই সারা জীবন
আদর দিয়ে যেও,
মাগো তোমার চরণতলে
আমায় ঠাঁই দিও।

লেখকঃ কবি,সাহিত্যিক ও সহ-সম্পাদক,মহীয়সী।

আরও পড়ুন