সুস্মিতা মিলিঃ
মেয়ে, তুমি ভালোবাসার সাগরে
ডুবসাঁতার দেবে?
তাহলে আগে মেপে নিও
হৃদয় সাগরের গভীরতা।
মেয়ে,তুমি রাজ্যপাট চাও?
আগে বুঝে নাও,
হৃদয় রাজ্যের আয়তন।
মেয়ে,তুমি দেবী হতে চাও?
পেতে চাও অর্ঘ?
চিনে নিও ফুল হাতে পুজারী?
নাকি পুজার নৈবেদ্য হাতে লেবাসি অসুর।
মেয়ে, তুমি ফসল ফলাবে?
দেখে নিও সেই বীজের প্রকৃত খোলস,
বিশ্বাসের সুতো ছিঁড়ে যাওয়ার আগে
তোমার সাতরঙা সরল জমিনের চারিপাশে
তুলে দাও চীনের মহাপ্রচীর।
মেয়ে, পাগলা ঘোড়ার চড়ার আগেই
বুঝে নিও তার দূরন্ত গতি।
মেয়ে, মধুর পাত্র হাতে নিয়ে দেখে নাও
এটা মধু নাকি হেমলক!
মেয়ে, তষ্করের হাতে সব হারিয়ে
দৈন্য বাঁচাতে আত্মঘাতী হবে?
তাহলে অঙ্কজ্ঞানের বিপ্রতীপে
বুঝে নিও ভুল করছো তুমি ভুল।
লেখকঃ কবি ও সাহিত্যিক।