Ads

“ম” কাব্য

একটিই নাম

         -নুরে আলম মুকতা 
ঘোর অন্ধকার
চারিদিকে ।
গুমোট নারকীয় জ্বালা
আর ঘূর্ণাবর্ত শন শন ঘূর্ণন !
পেঁচিয়ে ওঠে এক ভয়ানক
দূর্বিপাক দূর্বিনীত ।
হঠাৎ মহাশূন্য বিস্ফোরিত,
লক্ষকোটি তারকার গর্ভনিঃসৃত
জ্বালাময় প্রস্রবণ !
কেঁপে কেঁপে
ধরিত্রী বার বার
মহাশূন্যের দিকে ধেয়ে
আছড়ে আছড়ে চলমান,
উল্টে পাল্টে
গর্জন গর্জন, তর্জন।
ধূ ধূ চারিধার ,
নিঃসীম পারাবার ।
ছলকে ছলকে
জলময় মহাসাগর ধীর
নীরব ওপরে চায় ,
কী শুনসান নিঃশব্দ ভীষন
কেমন আচরণ?
প্রাণের উন্মেষ অদ্ভুত !
ছায়াময় গুল্ম বিরুৎ ।
দিকে দিকে
ছোটে সংগ্রাম সংগ্রাম
দুটি হাত উত্তোলিত বার বার
মহাশূন্যে
বুভুক্ষু
নিঃশব্দে উলঙ্গ ।
প্রানে চঞ্চলিত বনাঞ্চল ,
মরুপথ সাগর নদী-বক্ষ অতল ।
নীলিমার আঁচল ঘেঁষে
প্রচন্ড উদ্যমে নৃত্য ঘূর্ণি
বেগে
হাতছানি দিয়ে
চলে যায় ,
জীবনের পানে ধায় ।
বার বার দুর্বোধ্য শব্দমালা
হুংকার শুললিত ,
মহাশূন্য অবনত ।
সারি সারি সুসজ্জিত
হুর গেলেমান
শ্রষ্টার
পানে ধাবমান ।
মহাশূন্যের গর্ভে চির চঞ্চল সৃষ্টি সুখের উল্লাস ।
মহা কীর্তির মহাযজ্ঞে
কোটি কোটি  অসীম আলোকবর্ষ ধরে —
লিপিবদ্ধ ।
আরশে-মাওলার
লৌহে মেহফুজে ,
চিরদীপ্ত ভাস্বর মহাসৃষ্টি ।
ছুটে চলে আলোকোজ্জ্বল  মহাবিস্ময় আলোকমালা  ;
অচঞ্চল মহাশান্তি চিরশান্তি
মহাদীপ্ত মহা নিনাদ
একটিই নাম মুহাম্মদ ।
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
 ০১.১১.২০২০

 

 নুরে আলম মুকতা ,কবি,সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী

আরও পড়ুন