Ads

রাতারাতি

আবদুল কাদের আরাফাত

কোটি টাকায় ভল্ট ঠাঁসা
কাঁড়ি কাঁড়ি সোনা,
নেতার ঘরে আর কি আছে
নয়তো সহজ গোনা ।

পদ-পদবী যাই থাকুক
খুচরা কিবা পাতি,
নেতার আঙুল ফুলে উঠেই
দেখছি রাতারাতি ।

দেশের টাকা ভরছে পেটে
যে যার মত টোপে
ক্যাসিনো আর মাদক না হয়
অন্য কোন কোপে ।

কত লাখে পর্দা কিনো
কয় হাজারে বালিশ,
একটা বই কয় টাকা হয়
করবো কারে নালিশ ।

এসব আবার ছিঁচকে জিনিস
হালকা একটু নমুনা,
আমি বরং আঙুল চুষি
কাউরে কিছু কমু না ।

কবি আবদুল কাদের আরাফাত

আবদুল কাদের আরাফাতঃ কবি, ইঞ্জিনিয়ার ও পরিচালক, ইউনিটি ইঞ্জিনিয়ার্স লিমিটেড

আরও পড়ুন