আফসানা বিনতে আসাদ
‘শাহাদাহ’ একটি শব্দ,
একটি উপাখ্যান, একটি ইতিহাস
একটি জ্বলজ্বলে স্বপ্ন।
যতদূর জেনেছি এরচেয়ে,
নিশ্চয়তার আরেকটি সমার্থক,
নেই কোনো অভিধানে।
এরচেয়ে বেশি নেই,
জীবনের কোনো মানে।
যতদূর দেখেছি শাহাদাতের,
রক্ত- সিঞ্চিত হয়ে বেড়ে ওঠে,
বিজয়ের মহীরুহ!
কিছু প্রাণ ঝরে গিয়ে, হয়ে যায় অম্লান
সবুজ সোনালি পাখি।
জাহেলেরা মৃত্যুর শাস্তি দিতে আসে ,
আর কোনো এক নৈর্ব্যক্তিক ভুলে,
উপহার দিয়ে ফেলে জীবন।
অথচ ওরা জানেই না,
এযে অধমের আজন্ম লালিত স্বপন!