Ads

শীতের শিশির

মাহমুদা লাভলী

শীতের শিশির সন্ধে হ’তে রাতভর টলটলে স্বপ্নঘোর এ মাতাল,
ভোর হলে কান্না হয়ে ঝরে বিন্দু বিন্দু  শিশির ।
টলমলে গাছের পাতায় – ঘাসের ডগায়।।
কেউ শিশিরজলে চোখে আঁকে শীতলতা।
কেউ চলে পায়ে চাপা দিয়ে –
শিশির বিন্দুর জীবন কাহিনী “””””
আমি হলেম শীতের শিশির —

মাহমুদা লাভলী কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন