Ads

শ্রাবন এর বরিষণ রাত

নীলিমা শামীম

শ্রাবনের বারিধারায় আজ অবিষ্টমান।
আকাশে মেঘে ধোয়া জ্যোৎস্নার মতোন।
একটু করো আঁধারের ভেতর বিদ্যমান
টলোমল করে উঠে তোমার দু’চোখ,
সভ্যতার ভস্মাধার থেকে উঠে এসো  একা
শ্রাবন ঝড়িয়ে ভেজায় আমায় অবলিলায়।
অন্ধকারের যুঁথীবনে অপলক চেয়ে দেখি তুমি
নেই আকাশের কোনো সীমানায়
ঐশী জ্যোতির মতো বুকের জমিনে এসে লাগে,
ঢেউয়ের মত টুপটাপ ফুটি ফুটি ঝরে বরিষন
তোমার চোখের আলোক শিশির দেখি এক ফোটা,
আলোয় ভেজে সত্তার লতাপাতা ঘাস ও সুপ্তির তাপ
সুপ্তির তাপে ক্রমশঃ জেগে উঠে হৃদয়ের হরিৎ উদ্ভাস,
আর আমি অতল গোপনে রাখা আক্রোশ ভুলে যাই,
অবাক কৌণিক চোখে দেখি জ্যোৎস্নার চাঁদ!
শ্রাবনেই এসে ভিজালে আমার দেহাবরণ।

কবিঃ সাহিত্যিক, চট্টগ্রাম, বাংলাদেশ

আরও পড়ুন