Ads

সংক্ষিপ্ত হচ্ছে হৃদয়

সাবিলা রওশনঃ

চাপা পড়ে আছে ক্ষোভ,
প্রকাশের নেই অবকাশ,
পূর্ণ স্নানে জড়ানোর কেউ নেই।
ভালোবাসায় ব্যর্থ প্রেমিকের তকমা লেগেছে,
অভিশাপে পুড়েছে মন।
অন্ধকারের আগুনের প্রলেপ ছুঁড়েছি বহুবার,
চাঁদের অপূর্ণ আলোয় শরীর হয়েছে ক্ষতবিক্ষত ছুঁড়ে দেয়া কলঙ্কের ভারে।
অপেক্ষায় থাকা অন্ধকার শুধু সময় ফুরায়,
শেষ প্রহরের মধ্যভাগে বিস্তৃত খোলা মাঠে অফুরন্ত প্রত্যাশায় ডুবে যাই যেন,
অযাচিত ভুবনে ক্রমশঃ সংক্ষিপ্ত হচ্ছে হৃদয়!

লেখকঃ কবি।

আরও পড়ুন