নদী রহমানঃ
ভালোবাসো বলোনি বলে আক্ষেপ নেই
ওই চোখে সর্বনাশ গুনেছিলাম যদিও এটাই ছিলো না শেষ
অভিমানে এপাড়া ওপাড়া ঘুরেছি
দেখাতে চেয়েছি তোমায় ছাড়া আমিও আছি বেশ!
অভিমান গরল হয়ে নেমেছে কখনো
সব উগড়ে দিয়ে ক্লান্ত হয়েছি
আবার চাতক পাখির মত আকাশ পানে উন্মুখ হয়েছি !
তোমার হয়নি কোন ক্ষতি
দিব্যি ভাল আছ!
নাম, যশ, ক্ষমতা আজ আঙ্গুলের ফাঁকে
কখনো ওপাড়ার নীলিমা, কখনো বা এবাড়ির মাধবীলতাকে নিয়ে মেতে আছো
গান, কবিতায় হাকাচ্ছ ছক্কা, চার
আমিও বেশ আছি
আকাশচারী নিয়ে নিয়েছে ছত্রিশ ঘন্টা
কবিতা চুলোয় উঠেছে! তাতে কি?
তুমি ভালো আছো, আমার তাতে নেই আপত্তি!
ভালোবাসা মানে একসাথেই চলা,একই কথা বলা, আমি তা সত্যিই মানি না
একতা,সহমর্মিতার কবর হতেই পারে
তাই বলে চিতায় তুলতে পারিনি একটা খড়িকাঠও! ধরে নিও
এটাই আমার দূর্বলতা
এটাই আমার স্বকীয়তা
এটাই আমার অন্ধ ভালোবাসা!
লেখকঃকবি।