-মাহফুজুর রহমান আখন্দ
.
অন্ধকারের দেয়াল ভেঙে
সফলতার গান গেয়ে যাই চলো
হৃদয় বীণায় সুর তুলে নাও
মুখের ভাষায় শক্ত করে বলো।
.
স্বপ্নচূড়ায় মশাল জ্বালাও
আকাশ গাঙে তুলতে আলোর ঢেউ
নিজের ভালো নিজেই আনো
তুমি ছাড়া আনবে নাকো কেউ
.
জীবন মানেই মাঝ-দরিয়ায়
সাহস বুকে সাঁতার
ঝড়ের মাতম যতই আসুক
আসুক অথৈ পাথার
.
বুকের সাথে বুক বেঁধেছি
স্বপ্ন নিয়ে জীবন নদী জয়ের
যতই শুনাও গল্প ভূতের
জ্বীন পরী আর রাক্ষসীনী— ভয়ের
.
আমি এখন সাহসমাখা তীর
লড়েই যাবো মরেই যাবো
তবু হবো স্বপ্নজয়ী বীর।
লেখকঃ কবি, সাহিত্যিক,গীতিকার, গবেষক ও অধ্যাপক,রাজশাহী বিশ্ববিদ্যালয়।