Ads

স্বপ্নহীন

এস এম মুকুল

তোমার আছে রক্তগোলাপ

আমার না হয় কাঁটা,

তোমার ঘাটে জোয়ার আসলে

আমার ঘাটে ভাটা।

 

তোমার দু’চোখ স্বপ্নে ভরা

আমি স্বপ্নহীনা

তোমার সুখে আমার হৃদয়

বাজায় সুখের বীণা।

 

তোমার সুখের স্বর্গ রাজ্যে

কোন সে দুঃখের বাতাস!

আমার বন্ধু বিশাল হৃদয়

প্রেমের সুনীল আকাশ।

 

চাইলে তুমি আসতে পারো

দুঃখ দেব মুছে,

তোমার সুখের জন্যে আমার

দুঃখ কিছু ঘুচে।

কবিঃ সাহিত্যিক ও কলামিস্ট

আরও পড়ুন