মাহফুজুর রহমান আখন্দ
.
তোমায় নিয়ে ভালোবাসার
গল্প বুনি রোজ
তবু তুমি নাওনা আহা
এই হৃদয়ের খোঁজ!
ভোরের কোমল আলোর মতো
তোমার পথে আজো চেয়ে থাকি
বুকের ভেতর যত্ন করে স্বপ্নপাখি আঁকি
আজও আমি হাওয়ায় ওড়া পাতা
কেউ হবে কি বৃষ্টি-রোদে আমার মাথার ছাতা!
কবিঃ সাহিত্যিক, গবেষক এবং অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়