Ads

হাটুরে

শাহানারা শারমিন

এইযে মশাই ছুটছো কোথায়
একটু দাঁড়াও ডাকছি হেথায়।
তাড়া আছে যাচ্ছি হাটে।
করব সদায় ফিরব বাঁটে।
কিনবে কি ভাই মন্ডা মিঠাই?
তাতো বটেই! তাতো বটেই!
আরো আছে কত কিযে
বেছে বেছে কিনব নিজে।
নাতীর জন্য কাঠের ঘোড়া
আনাজ পাতি ইলিশ জোড়া।
চিনির গজা মুড়কী মুড়ী
আলুর পাঁপড়  সিমাই ঝুড়ি।
কিযে বলেন আপনি মশাই
এসব কিনে রাখবে কোথায়?
চিন্তা কিসের! চিন্তা কিসের!
হাটে আছে শখের হাঁড়ি,
এসব কিনে ভরব তাতে
মনের সুখে ফিরব বাড়ি।

শাহানারা শারমিন কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন