Ads

অদ্ভুত রিক্সাওয়ালা

আসাদুজ্জামান জুয়েল

সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শিরোইল যাবো। রিক্সা খুবই কম মোড়ে। একটা খালি রিক্সা দেখতে পেয়ে ছুটে গেলাম, যাতে আমার আগেই কেউ না বুকিং দিতে পারে। তবু আমার আগেই একজন পৌঁছে গেল।

-এই রিক্সা শিরোইল যাবা?

-না।

-যাবা না তো রিক্সা বের করছো কেন রাস্তায়? যত্তসব!
প্রত্যাখ্যাত যুবকটি বিরক্তিমিশ্রিত কন্ঠে বিড়বিড় করে কথা বলতে বলতে চলে গেল।

রিক্সাওয়ালাকে দেখে মায়া লাগলো। তার কাছে গিয়ে সালাম দিলাম।”আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন?”

রিক্সাওয়ালা চাচা মাথা নেড়ে ইশারায় সালামের জবাব দেয়ার চেষ্টা করলেন। জিজ্ঞেস করলেন, ” কোথায় যাবেন?”

আমি আমতা আমতা করে বললাম, “চাচা, আমি তো শিরোইল যেতে চাচ্ছিলাম, তো আপনি তো বোধহয় ওদিকে যাবেন না?”

-উঠেন।

-কিন্তু আপনি যে এক্ষুনি ঐদিকে যাবেন না বললেন!

-চলেন, আপনাকে নামিয়ে দিয়ে আসি।

আমি রিক্সায় উঠে বসলাম। চাচা বলতে শুরু করলেন, ” বাবা, রিক্সা চালাই বলে কি আমরা মানুষ নই? ঐ ছেলেটার বাবার বয়স কি আমার চেয়ে বেশি হবে? দেখলেন, কিভাবে অভদ্রের মত তুমি করে বললো। আর আচরণটাও কি রকম বেয়াদবের মত।”

শিরোইল পৌঁছে মানিব্যাগ বের করেছি, রিক্সাভাড়া দিবো। রিক্সাওয়ালা চাচা বললেন, “বাবা, যদি কিছু মনে না করেন, তাহলে একটা কথা বলি।”

অতীত অভিজ্ঞতাবশতঃ ধরেই নিলাম, পরিবারের অসহায়ত্বের কথা বলে চাচা কিছু টাকা চাইবেন। মনে মনে বেশি টাকা দেওয়ার প্রস্তুতি নিয়ে বললাম,” চাচা বলেন।”

আমাকে অবাক করে দিয়ে চাচা বললেন, ” বাবা, আপনার কাছে থেকে ভাড়া নিবো না। সবার কাছে থেকেই তো নিই, আজকে না হয় একজনকে মাংনা(ফ্রি) নিয়ে আসলাম।”

আমি বললাম, “কেন চাচা, মাংনা টানবেন কেন!”

চাচা বললেন, ” আজ দশ বছর ধরে রিক্সা চালাচ্ছি, কেউ কোন দিন সালাম দেয়নি। আপনি দিয়েছেন। আমার খুব ভাল লেগেছে।”

চাচা আমাকে রেখে চলে গেলেন। ক্রিং ক্রীং করতে করতে হারিয়ে গেলেন কোথায় জানি। আমি তার যাত্রা পথের দিকে তাকিয়েই থাকলাম।

ছাত্রজীবনে আল-কুরআনের একটি আয়াত মুখস্থ করেছিলাম। যার অর্থ ছিলো,”ডাকো তোমার রবের দিকে, উত্তম ব্যবহার এবং প্রজ্ঞার সাথে।” মুখস্থ করেছি অনেকদিন আগে আজ সেই আয়াতের ব্যাখ্যা বুঝলাম।

যারা নিজেদের শিক্ষিত প্রমাণ করতে চাই, নিজেদের প্রগতিশীল কিংবা মানবিক প্রমাণ করতে চাই, চলুন তারা সচেতন হই। যত রিক্সাওয়ালা দেখবো, রাস্তার পাশের চা-ওয়ালা দেখবো, তাদেরকে সালাম দিই। তুই/তুমি এভোয়েড করি।

লেখকঃ সাহিত্যিক ও পাখি বিশেষজ্ঞ

 

আরও পড়ুন