Ads

অপেক্ষার প্রহর

আকাশের সূর্যটা অপেক্ষায় থাকে মুয়াজ্জিনের
আজানের ধ্বনির জন্য,
কখন সকাল হবে;
সকালের সূর্যের মিষ্টি মুখর রোদ ছড়িয়ে দিবে
পৃথিবীর বিশ্ব ভূমন্ডলে,
রাতের চাঁদটি অপেক্ষায় থাকে সূর্যটা কখন
নিভে যাবে আকাশের বুকে,
চাঁদের জোছনার আলোয়ে আলোকিত করবে
পুরো পৃথিবীটা কে।
আকাশের তাঁরাগুলো অন্ধকার রাতের অপেক্ষায়
থাকে কখন তাঁরাগুলো আলো ছড়াবে।
ফাল্গুন মাসে গাছগুলো অপেক্ষায় থাকে কখন
পাতা গজাবে ডাল পালাতে।
আম গাছগুলো ফাগুনের হাওয়ায় মেলে দেয়
প্রতিটি ডালে ডালে আমের ফুল।
কৃষ্ণচুড়া গাছগুলো ফুল ছড়িয়ে ছিটিয়ে দেয়
বুক মিলে প্রতিটি ডালে ।
চৈত্র মাসে ফসলি জমিগুলো অপেক্ষায় থাকে
কখন আকাশ থেকে নামবে বৃষ্টি ঝড়।
শুকিয়ে যাওয়া নদীগুলো অপেক্ষায় থাকে কখন
নদীর বুকে আসবে জোয়ার ।

 

আহাম্মদ টিপু – কবি

আরও পড়ুন