Ads

আবার তোলো হাঁক

মাহফুজুর রহমান আখন্দ

ভালোবাসার স্বপ্ন গড়ি চলো
হাতের সাথে হাত মিলিয়ে
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
দৃপ্ত শপথ মশাল নিয়ে
সত্যকথা বলো

মিথ্যাচারে ছেয়ে গেছে দেশ
মুক্ত হাওয়ায় স্বাধীনভাবে
বাঁচার এখন নেই তো পরিবেশ

নিরাপদে নেই তো আমার মা
বোনের চোখে কষ্টনদী
বইছে দেখো নিরবধি
পেশীর কোঁপে ভেঙে গেছে
নৈতিকতার পা

কোনঠে বাহে জাগো সবাই
আবার তোলো হাঁক
লাল-সবুজের দুশমনেরা
সবাই নিপাত যাক

বুকের ভেতর সাহস নিয়ে
সত্য কথা বলো
লাল-সবুজের নিশান হাতে
মুক্ত স্বাধীন স্বদেশ গড়ি চলো।

কবিঃ সাহিত্যিক, কলামিস্ট এবং অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন