Ads

এক নতুন যুদ্ধ

রূপম দেবঃ

মারণাস্ত্রগুলো
তুলে রাখা হোক মিউজিয়ামে;
সারি সারি
থরে থরে সাজানো হোক
অমানবিকতার ইতিহাস।
উনুনে সমর্পিত হোক
যত জাতিগত বিদ্বেষ, হিংসা, হানাহানি,
সাম্প্রদায়িক উস্কানি,
সাম্রাজ্যবাদী মনস্তত্ত্ব;
নগ্ন মৌলবাদ;
জ্বলে নিঃশেষ হোক ;ছাই হয়ে যাক।
কি হবে এসবে
পরাশক্তির দাপটে দাপিয়ে বিশ্ব ?
অনেক তো হলো
কোথায় দাঁড়িয়ে আছো?  ভাবো ?
মৃত্যুর মিছিল ব্যস্ত
পৃথিবী প্রদক্ষিনে জরাগ্রস্ত সমস্ত স্বত্বা।
করুণা হয় !
জানো তাদের জন্য যারা
নিজেদের সুপারম্যান ভেবেছিলো ;
কোথায় সে দম্ভ !
চূর্ণ বিচূর্ণ হলো, প্রগাঢ় দীর্ঘশ্বাসে !
কতটা তুচ্ছ  জীবন !
দিক্বিদিক লাশের পাহাড় !  জীবানু জীবাণু !
এসো মানবিক হই ;
ভুলি ভেদাভেদ,  জাগাই মনুষ্যত্ব,
গর্জে উঠি একসাথে ; এ এক নতুন যুদ্ধ ।

লেখকঃ কবি।

আরও পড়ুন