Ads

করোনা কোভিড

মাহফুজুর রহমান আখন্দঃ

নদী বিল খাল ফেটে চৌচির
মানবতা পথে কাঁদে
বাদশা ফকির নেই ভেদাভেদ
শোকগাঁথা সুর সাধে

করোনা কোভিড ঘরে ঘরে দেয় হানা
ভয় করেনাকো আনবিক বোমা ক্ষমতা দাপট
শোনে নাকো কারো মানা

লাশের সারিতে ভিক্ষুক-রাজা
সবার বক্ষে ভীতি
শেষ হয়ে যায় যমুনার জল মাঠের সবুজ
মনের সুরেলা গীতি

ধুয়ে হাত পাও ঘরে ঢুকে যাও
বন্দী খাঁচার পাখি
কষ্ট আগুনে পুড়ে যায় মন
অশ্রুসজল আঁখি

বাইরে করোনা ভেতরে ক্ষুধার জ্বালা
জীবনের চাকা কিভাবে ঘুরাবো
মৃত্যুশোকের পালা

আকাশের প্রভু জমিনের প্রভু
আল্লাহু সুবহান
করোনা তাড়াও ক্ষমা করে দাও
সর্বশক্তিমান।

লেখকঃ কবি, সাহিত্যিক,গবেষক ও অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুন