Ads

জীবন যেন দুঃস্বপ্নতাড়িত ঝড়ের এক রাত

ইকবাল খান

টানা চারদিন বৃষ্টির পর কী সুন্দর মোলায়েম রোদ, নীলাকাশ;

প্রজাপতিগুলো পরমানন্দে উড়ছে, কেবল উড়ছে,

কেবল এদিক ওদিক উড়ছে । কেবলি উড়ছে !

অপ্রাপ্তির স্পর্শহীন  স্বল্প-মেয়াদী এ জীবন!

আমাদের মোটামোটি দীর্ঘ বলা যায় এমন এক জীবনে কত্তো অপ্রাপ্তি,

শক্তিধর এক যন্ত্রনাদানবতাড়িত এক জীবন, দিশেহারা !

হতাশা আর দুঃখ-ধূলিঝড় ।

রোদেলা আকাশ চোখের পলকেই ঘন মেঘে ছেয়ে যায়,

দূর্যোগভাবনা নিজের ছায়া হয়ে পিছে রয় অষ্টপ্রহর,

জীবন যেন দুঃস্বপ্নতাড়িত ঝড়ের এক রাত !

 

লেখকঃ ইংরেজি বিভাগের প্রভাষক,বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ,

বিজিবি সদর দপ্তর, বিজিবি ৩ নং গেইট সংলগ্ন,পিলখানা, ঢাকা । নটরডেমিয়ান

আরও পড়ুন