Ads

ঝরছে অঝোর পানি

আব্দুস শাকুর তুহিনঃ
~~~~~~~~~~~~

ভাইরাসে সচেতন তুমি
তোমরা এবং আমি,
সাবান দিয়ে হাত ধুয়ে যাই
রাত ও দিবসযামি।

হাত ধুয়ে যাই সাবান দিয়ে
কুড়ি সেকেন্ড ধরে,
কুড়ি সেকেন্ড ঝরছে পানি
ধীরে কিবা জোরে?

জবাব যদি ‘না’ হয় তবে
ধন্য আমি তুমি,
‘হ্যাঁ’ হলে এই সবুজ বিথি
হবে মরুভূমি ।

কোভিড-উনিশ শেষে হতে
পারে পানির আকাল,
পানি ছাড়া বসুন্ধরা
ফল যেন এক মাকাল।

তাইতো তুমি আমি এবং
তোমরা তারা আর সে,
সংযমী হই পানির বেলায়,
নয় অপচয় হেলায় খেলায়
কারণ ‘পানি’ জীবন ঘরের
অমূল্য এক দ্বার সে।

লেখকঃ সাহিত্যিক, ছড়াকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 

আরও পড়ুন