Ads

তোমার পাপ অনাবৃত হবে

মীম মিজান

তোমার পাপ অনাবৃত হবে

তোমার যদি থাকতো লজ্জা

সম্মান আবৃত থাকতো তবে ।

 

তোমার মুখোশ যাবেই খুলে

কেননা তুমি ন্যায় গেছো ভুলে

তোমার পরিচ্ছদ তাই গাথা

পাপাচারের ঘৃণ্য উলে ।

 

মেকাপে নিজেকে সুন্দর করে

হাসিতে যেন মুক্তো ঝরে

পড়শি জানে সুখীর মাতা

দেয় তাই কত্ত উজ্জ্বল ছাতা ।

 

যে চায় ধরবে টিপে গলা

তাকেই পূজিতে নিপুণ ছলা

পিঁড়েখানা রাখতে পোক্ত

দিনশেষে তারা দেয় কলা ।

কবিঃ সাহিত্যিক ও কলামিস্ট

আরও পড়ুন