Ads

দুনিয়ারোহী

আব্দুস শাকুর তুহিন

অশ্বারোহীর নাম না জানা
ভীষণ রকম ক্লান্ত,
গ্রীষ্ম দুপুর প্রখর রোদে
শ্রান্ত পরিশ্রান্ত।

চলতে পথে মিললো দেখা
বৃক্ষ এবং ছায়ার,
এমনতর মোলাকাতে
পা চলে কি কায়ার!

অশ্বারোহী ক্ষণিক সময়
ঘুমায় বৃক্ষ ছায়ায়,
ঘুম শেষে ফের জড়িয়ে যায়
বিশ্রামেরই মায়ায়।

অশ্বারোহীর পথ বহুদূর
যায় চলে যায় চলে,
অশ্বারোহীর গল্পে রাসুল (স)
গেলেন কিগো বলে!

রাসূল বলেন এই দুনিয়ার
সাথে আমার প্রীতি!!
ঠিক যেন ওই অশ্বারোহীর
যাওয়া আসার গীতি।

(রাসুলের চোখে দুনিয়া, হাদীস নং ৩৪, ৬৪ ও ৭২ ছায়া অবলম্বনে)

২৩:১১
১১:১১:২০১৯

আব্দুস শাকুর তুহিন,কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 

আরও পড়ুন