Ads

না দেখা ছবি

আব্দুস শাকুর তুহিন
এই পথে কেউ যায়
কেউ আসে রোজ,
প্রতিদিন প্রতিক্ষণ
কে রাখে খোঁজ?

রেলের চাকার মতো
হর ঘর্ষণ,
স্মৃতি ধুয়ে ধুয়ে কত
খর বর্ষণ!

সমান্তরাল বহে
পায়ে হাঁটা পথ,
কত পদভারে হায়
সবুজ ঘাসেরা পায়
নিজকে বিলিয়ে দেয়া
পথের সুরত!

বিভাজন বেড়া দেয়া
কালের এ জাল,
থৈ থৈ জল তবু
জলের আকাল।

পথের প্রতীক্ষায়
কেউ গোনে পথ,
পথ আসে পথ যায়
আসে না সুপথ।

আকাশ নীলাম্বর
ছাই রঙা গাঁও,
বুকে বুকে জল ঢেকে
খরস্রোতা নাও।

এই পথ বেঁকে গেছে
কোন সুদূরে!
মিশে গেছে বালিকার
চাঁদ পুকুরে।

এই ছবি দেখিনাকো
দেখি অদেখা,
জীবন ছবির খাতা
কত না লেখা !

ছবি আর ছবি ভরা
জীবনের বাঁক,
রঙিন ছবির রঙে
উচ্ছল তাপ ঢঙে
মন তুই,
ধূসর ছবির রবি ঢাঁক।

আব্দুস শাকুর তুহিন কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 

আরও পড়ুন