Ads

পিতা আসছেন

নুরে আলম মুকতা

মার্চের রাত গুলো বেশি
কালো,
২৫ মার্চ তার চে
নিকষ কালো।
অন্তিম অনন্ত
এ রাতে মায়ের দুটো জ্বলজ্বলে চোখ —
পিতার আদর্শের দিকে ছুটে চলে।
মহাবিস্ফোরণের শব্দে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা…..
ভয়ানক পূতপবিত্র একটি হুঙ্কারের শব্দে
কেঁপে কেঁপে ওঠে
চারপাশ।
হাজার প্রাণের রক্তধারায়
আমার বাবাকে পাকিস্তানী শারমেয়র দল ঘেউ ঘেউ শব্দে নিয়ে চলে যায়!
মা আমার কি শক্তিতে বলীয়ান
যুবতি কন্যা আর সন্তান নিয়ে
অদৃশ্যের পানে ধাবিত হয় ——–
একটি শোকার্ত আর বজ্রকঠিন শপথে শক্তিশালী জাতির অনিশ্চয়তার সাথে।
রক্তে রক্তিম দুঃস্বপ্নেরা তাড়া করে,
সুদীর্ঘ ন’মাস
নয় মাস তো ন’হাজারের চেয়েও বেশি !
প্রতিমুহূর্তে যদি রক্তের নদী সাঁতরাতে হয়!
২৬ মার্চ
অপারেশন সার্চলাইটে আমরা
ছুয়েছি বাবার
বিদীর্ণ হৃদয় ।
ভায়ের রক্তাক্ত লাশ
মায়ের ছিড়ে ফেলা স্তন,
আর বোনের
বেয়নেট খোঁচানো যোনি।
হায় হায়
মহাকাল!
মনে রেখ চিরকাল ——
বাংলার দামাল
কিশোর, কৃষক কিংবা নগ্ন কিশোরী
তাক করে আছে
ভয়ানক অস্ত্র চিরশত্রুর দিকে
জ্বল জ্বলে নেত্রে
ক্ষুধাতুর শপথে
আমি তো দাঁড়িয়েই
আছি।
পিতা আসছেন
১৫ আগষ্ট
পিতা ফিরবেন বলে
আমি আর চিঠি লিখিনি। ডাকপিওন
দিয়েছে একটি কালো খাম
রক্তাক্ত দলিল তার নাম !
আমার বুকের রক্তের
স্রোতের নায়ে
পিতা আসছেন ধেয়ে
ঐ দেখো —-
আসছেন
কথা বলছেন
বার বার বলছেন,
দাঁড়াও
আমার সীমানা এখানে
পদ্মা মেঘনা যমুনা
যেখানে।
স্তব্ধ হবে তোমার কণ্ঠ
যত জোরেই আঘাত করো,
রাস্তা ছাড়ো, দূরে সরো
পিতা বলেছেন
“এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম “—
১৪.০৮.২০২১

আরও পড়ুন