Ads

ফিরে এসো চিঠি

পিনাকী রঞ্জন বিশ্বাস

শ্রদ্ধেয় সমরদা,
পত্রে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন । আশাকরি ঈশ্বরের কৃপায় আপনি ও বৌঠান কুশলে আছেন । আজ ছয় মাস গত হইল দেশে ফিরিয়া আসিয়াছি । পুরাতন বাড়ী খানি পরিষ্কার করিতে একটু সময় লাগিতেছে । গতকাল দেরাজ হইতে আপনার লিখিত বেশ কিছু পুরাতন পত্র পাইয়াছি । বিস্ময়বিমূঢ়তা কাটাইয়া কালবিলম্ব না করিয়া আপনাকে পত্র লিখিতে বসিয়াছি ।
বয়েসের ভারে যুগের সাথে তাল মিলাইয়া চলিতে গিয়া বারংবার তাল কাটিতেছে , তবুও চলিতেছি । বর্তমান সময়ে পত্র নামক বস্তুটির এক প্রকার স্বর্গ প্রাপ্তি হইয়াছে । চলমান দূরভাষে কুশল বিনিময় করিয়াই সব শেষ হইয়া যায় | চিন্তা করিয়া দেখিলে, দেখিতে পাই ৪০/৫০ বৎসর পূর্বে গুরুজনেরা যে পত্র লিখিতেন তাহাতে প্রথমেই কুশলে আছি কিনা তাহা জানিতে তাহাদের মন বড় উদগ্রীব হইয়া থাকিত| তাহার পর কি ভাবে আমার আহারাদি সম্পন্ন হইতেছে ইত্যাদি, পরের অংশে তেমন বিশেষ কিছুই থাকিত না| যাহা থাকিত তাহা হইলো তাহাদের আবেগ| যেমন ধবলি গাইয়ের বাছুর হইয়াছে, সাদা ছাগলটি দুইটি কালো বাচ্চা দিয়াছে| অবনীদের বাড়ীর আম গাছে প্রচুর আম হইয়াছে, আমাদের আম গাছটিতে তেমন আম হয় নাই| জামরুল গাছটিতে প্রচুর জামরুল হইয়াছে, গাছটি ফলে একেবারে সাদা হইয়া গিয়াছে, গত ফাল্গুনে তোমাদের আব্দুল চাচা দেহ রাখিয়াছেন ইত্যাদি| পারিশেষে কবে দেশে ফিরিব তাহা জানিতে চাওয়া এবং আশীর্বাদ জানাইয়া পত্রখানি শেষ করিতেন| বন্ধুগণ যে পত্র লিখিত তাহাতেও আগে কুশল বিনিময় তাহার পর ব্যক্তিগত কথা | সেই খানে লুকাইয়া থাকিত ভাষার মাধুর্য|
অবনীদের বাড়ীর আম গাছে প্রচুর আম হইয়াছে, আমাদের আম গাছটিতে তেমন আম হয় নাই| জামরুল গাছটিতে প্রচুর জামরুল হইয়াছে, গাছটি ফলে একেবারে সাদা হইয়া গিয়াছে, গত ফাল্গুনে তোমাদের আব্দুল চাচা দেহ রাখিয়াছেন ইত্যাদি| পারিশেষে কবে দেশে ফিরিব তাহা জানিতে চাওয়া এবং আশীর্বাদ জানাইয়া পত্রখানি শেষ করিতেন| বন্ধুগণ যে পত্র লিখিত তাহাতেও আগে কুশল বিনিময় তাহার পর ব্যক্তিগত কথা | সেই খানে লুকাইয়া থাকিত ভাষার মাধুর্য|
বা এক দুই খানি মন্তব্য করিতেছেন |বর্তমানে স্মার্ট ফোন নামে এক চলমান দুরভাষ হইয়াছে| ইহাতে ভার্চুয়াল জগৎ সৃষ্টি হইয়াছে, সকলে তাহাদের গৃহে কি হইতেছে না হইতেছে তাহা অষ্ট প্রহর ছবি সহ জানাইয়া যাইতেছেন| কেহ তাহা দেখিয়া নানা ধরনের চিহ্ন দিয়া বুঝাইয়া দিতেছেন যে তাহা দৃষ্টি গোচর হইয়াছে , কেহ হরেদরে ব্যাপারখানি এক রকম দেখিতে হইলেও পত্রে থাকিত আবেগ, শুধু আবেগই বলি কেন তাহার সাথে থাকিত আবেগের বেগ |
বর্তমানে স্মার্ট ফোন নামে এক চলমান দুরভাষ হইয়াছে| ইহাতে ভার্চুয়াল জগৎ সৃষ্টি হইয়াছে, সকলে তাহাদের গৃহে কি হইতেছে না হইতেছে তাহা অষ্ট প্রহর ছবি সহ জানাইয়া যাইতেছেন| কেহ তাহা দেখিয়া নানা ধরনের চিহ্ন দিয়া বুঝাইয়া দিতেছেন যে তাহা দৃষ্টি গোচর হইয়াছে , কেহ হরেদরে ব্যাপারখানি এক রকম দেখিতে হইলেও পত্রে থাকিত আবেগ, শুধু আবেগই বলি কেন তাহার সাথে থাকিত আবেগের বেগ |
ভার্চুয়াল এই জগৎএ বেগ তো নাইই আবেগও নাই | ইহা দেখিবার কিছুক্ষনের মধ্যে মস্তিস্ক কেমন যেন তাহা দূর করিয়া রাখে| অথচ পত্রে যাহা পড়িতাম তাহা মস্তিষ্ক বহুদিন ধরিয়া রাখিত | চিন্তা করিয়া কি করিব যুগের সাথে পা না মিলাইতে পারিলেই দেওয়ালে পিঠ ঠেকিয়া যাইবে |
দেশে জন সংখ্যা হু হু করিয়া বাড়িতেছে, বাড়িতেছে এই চলমান দূরভাষের ব্যবহার | ইহাতে আর এক প্রকার উৎপাতের সূত্রপাত হইয়াছে | ইহা নিয়মিত ঘাঁটিলে দেখিবেন বঙ্গে প্রচুর কবি, সাহিত্যিকের আবির্ভাব হইয়াছে কিন্তু পাঠক নাই | কবি সাহিত্যিকগণ প্রচুর শব্দ খরচ করেন কিন্তু তাহাতে সাহিত্যের ভাব কিংবা কাব্যরসের ঘাটতি চক্ষু পীড়ার কারণ হইয়া দাঁড়ায় |
আপনার পুত্র বিদেশ হইতে কবে ফিরিবে? আপনি ও বৌঠান কেমন আছেন জানাইবেন| অদ্য পত্রখানিতে ইতি টানিতেছি| আপনি ও বৌঠান আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন|
ইতি—
পিনাকী 
লেখকঃ কবি ও সাহিত্যিক, কলকাতা, ভারত
লেখকের প্রকাশিত অন্যান্য লেখাসমূহ-
আরও পড়ুন